ভর্তির প্রসেস -

কোর্স/ফ্রি কাউন্সেলিং সেশনে অংশগ্রহন করতে চাইলে, পেমেন্ট ছাড়াই আবেদন করুন

আমাদের প্রতিনিধি শিগ্রই আপনার সাথে যোগাযোগ করবেন ও তখন পেমেন্ট করার মাধ্যমে সীট নিশ্চিত করতে পারবেন।

আমার মাঝে মাঝে মনে হয় যারা শুধু ইংলিশ শিক্ষক হবেন বা ইংলিশ প্রফেশন নিয়ে কাজ করবেন এমন প্রার্থীদের জন্য দেশেএকটি বিশেষায়িত প্রতিষ্ঠান থাকা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ESL কারিকুলাম পুরোটাই সেকেলে; সাহিত্য নির্ভর, কর্মমুখী নয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে ইংরেজি শেখানো হয় তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। সত্যি বলছি, খুবই মানহীন শিক্ষা ব্যবস্থা এবং নিম্ন মানের প্রার্থী বের হয়ে আসছে। আমরা চাকরির বিজ্ঞাপন দিয়ে কাঙ্খিত প্রার্থী পাচ্ছিনা। ভালো মানের স্কুল-কলেজের নিয়োগদাতাদেরও একই অভিমত। এমনকি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে এমন শিক্ষকগণও আবেদন করছেন আমাদের প্রতিষ্ঠানে। তাদের ইন্টারভিউ নেবার পর, প্রশিক্ষণ ও ডেমো ক্লাসের পরও তাদের চাকরি দিতে পারছি না। উল্টো এমনটি হচ্ছে, টেসলের ছোট শিক্ষার্থী যারা ১ বা ২ বছর কোর্স করেছে তারা বরং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে ভালো মানের উচ্চারণ করছে, ভালো মানের ক্লাস পরিচালনা করছে। এই সত্য না বললে পুরো দেশ বিপদে পড়তে বেশি দেরি লাগবে না। কেন এমনটি হচ্ছে? নিচের কারণগুলো পড়ুনঃ :

১। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম শুধু রিডিং ও রাইটিং নির্ভর,
২। সকল ক্লাস পরিচালনা করা হয় ‘Teacher-dominated’ approach-এ,
৩। বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ইংলিশ ক্লাস থিয়রি নির্ভর,
৪। লিসনিং, স্পিকিং, উচ্চারণ, প্রেজেন্টেশন সংক্রান্ত কোনো ক্লাস থাকে না,
৫। ৯৮% স্কুল শিক্ষক বাংলায় ইংরেজি ক্লাস পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ক্লাস পরিচালনা করা হলেও শিক্ষার্থী passive learners-এর ভূমিকায় থাকে, শুধু শুনে শুনেই সেমিষ্টার শেষ,
৬। স্কুল-কলেজ শিক্ষকদের ইংরেজি ভাষার উপর মানহীন কিছু প্রশিক্ষণ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো প্রশিক্ষণ নেই (কারণ তারা নাকি সব জানেন),
৭। ৯৯.৯৯% শিক্ষকদের আন্তর্জাতিক কিছু শিক্ষক প্রশিক্ষণ কোর্স যেমন TESOL, CELTA, ESL, TEFL, ELT, DIPLOMA in TESOL এগুলো করা নেই (করা যে দরকার তা জানাও নেই),
৮। সকল ইংলিশ শিক্ষকদের জন্য IELTS, TOEFL, PTE, Cambridge Courses for Teachers বাধ্যতামূলক হওয়া উচিত (কিন্তু নেই),
৯। সকল ইংলিশ শিক্ষকদের ইংলিশ উচ্চারণের উপর শক্ত প্রশিক্ষণ থাকা উচিত (তাহলে তারা অনলাইনের সকল কনটেন্টস্ বুঝতে পারবেন),
১০। সকল ইংলিশ শিক্ষকদের ইংরেজি ভাষার ৪টি স্কিল প্র্যাকটিসের জন্য একটি কমন প্লাটফর্ম থাকা উচিত (কিন্তু নেই)।

নোটঃ
১% বা ২% সেরা শিক্ষকদের জন্য উপরের কারণগুলো প্রযোজ্য নয়
উপরে মাত্র ১০টি কারণ উল্লেখ করলাম। আরো অনেক কারণ আপনাদেরও জানা আছে। সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, এবার আসি সমাধান কিভাবে করা যায় সেই চিন্তা নিয়ে। আগেই বলে রাখি, শুধু একটি সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনি অনেক প্রফেশনে বাস্তব কাজে গিয়ে ব্যর্থ হবেন, ধরা খাবেন। যেমন, ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ড্রাইভিং না পারলে, বিমান চালনা, বিদ্যুৎ নিয়ে কাজ করা, সাঁতার কাটা, অংক বা বিজ্ঞান ক্লাস পরিচালনা করা ইত্যাদি। ইংরেজি শিক্ষক হবার ক্ষেত্রেও তাই। অনেকে বলেন আমার ব্রিটিশ কাউন্সিলের সার্টিফিকেট আছে। তো? চলুন, একটি হিসেব দেখাই। পুরো পৃথিবীতে ইংরেজি ভাষা প্রশিক্ষণ দেয়া-নেয়া জগতে কত ডলার বা টাকার দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যা ৮ বিলিয়নের (৮০০ কোটি) মধ্যে ২বিলিয়ন (২০০ কোটি) মানুষ ইংলিশ ভাষার সাথে সম্পৃক্ত। প্রায় 1.5 বিলিয়ন মানুষ (150 কোটি) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি বছর ইংরেজি ভাষা শেখার সাথে জড়িত হয়। আগামী ২০২৯ সালের মধ্যে বিশ্বব্যাপী 69.62 বিলিয়ন ডলারের (76,582,000,000 টাকা, অর্থাৎ 76.৫ ট্রিলিয়ন টাকার) মার্কেট তৈরি হবে। আগামী দিনগুলোতেও ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ওয়েবসাইট ডেভেলপ করা (61% ইংরেজিতে হয়), অনলাইন মার্কেটিং, কনটেন্ট মার্কেট সব জায়গায় প্রয়োজন হবে ইংরেজির। এছাড়া ইংরেজি ভাষা শেখার পাবলিকেশন্স ক্ষেত্রে রয়েছে আরো বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট। এবার আসি 6 বা 7 ডিজিটের মাসিক ইনকাম করতে হলে, বেকারত্ব হ্রাস করতে চাইলে, বিশ্ব মার্কেটে ঢুকতে চাইলে শুধু ইংরেজির কয়েকটি কোর্স করা থাকলেই বাংলাদেশ বাৎসরিক বিলিয়ন ডলার আয় করতে পারে। দেখে নেয়া যাক একজন TESOL Certified ইংলিশ প্রশিক্ষক বছরে কত আয় করেনঃ

Annual Salary

Hourly Wage

Top Earners

$80,000

$38

75th Percentile

$63,000

$30

Average

$56,698

$27

25th Percentile

$41,500

$20

নোট: TESOL Certified teacher's highest yearly income নামে গুগলে সার্চ দিন। খেয়াল করুন, একজন TESOL CERTIFIED প্রশিক্ষক বছরে সর্বোচ্চ ৮০,০০০ ডলার বা ৮৮ লক্ষ টাকা (মাসিক প্রায় 7.33 লক্ষ টাকা) এবং সর্বনিম্ন বছরে 45 লক্ষ (মাসিক 3.8 লক্ষ) টাকা। CELTA সার্টিফাইড ভালো মানের একজন শিক্ষকও এমনটি ইনকাম করেন। অথচ বাংলাদেশে ৩০/৪০ হাজার টাকার একটি সরকারি চাকরির জন্য কত মিছিল, জ্বালাও-পোড়াও করতে হয়। ইয়াং শিক্ষার্থীরা শুরু আমার কথা শুনলে সুন্দর একটি ক্যারিয়ার দেশে ও দেশের বাইরে নিশ্চিতভাবে করতে পারবে। এবং বর্তমানে যারা শিক্ষকতায় আছেন (যে কোনো সাব্জেক্টের), তারাও এই পরামর্শ নিয়ে এগুতে পারেন। এবার বলবো বাংলাদেশের ১ মিলিয়ন ESL teaching aspirants এই পরামর্শের আওতায় আসতে পারেন (দেশে বেকার রয়েছে অর্ধকোটি মানুষ)। আমরা টেসল বাংলাদেশ এই ১০ লক্ষের মধ্যে ১ লক্ষ প্রার্থী নিয়ে আগামী ৫ থেকে ৭ বছর ধরে প্রশিক্ষণের কাজ করবে, ইনশাআল্লাহ (বাকি ৯ লক্ষ প্রার্থী অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রস্তুতি নিতে পারবেন হয়তো)। ১ লক্ষ আন্তর্জাতিক মানের ESL Trainer তৈরি করতে পারলে বাংলাদেশ ফরেন কারেন্সি অর্জনে যে সফলতা অর্জন করবেঃ

ESL Trainers Exported Overseas

Money Inflow

(Monthly & Yearly)

100,000 Trainers

Monthly 7000 Crore Taka (Max)

or 0.63 Billion Dollars;

4500 Crore Taka (Min)

100,000 Trainers

Yearly 84000 Crore Taka (Max)

or 7.6 Billion Dollars,

54000 Crore Taka (Min)

এবার নিচের টেবিলে খেয়াল করুন আপনাকে কি কি শেখানো হবে বিশ্বমানের একজন ইংরেজি ভাষা শেখানোর প্রশিক্ষক তৈরি করার জন্য এবং আপনার কত খরচ লাগতে পারে। মনে রাখবেন: No Investment, No Return!

SKILLS TO MASTER

Value in Monetary Terms (in Taka)

Monetary Investment (in Taka)

1. Yearlong Teachers’ Training – Online Course

120000

36000

2. Yearlong English Pronunciation Training – Online Course

72000

12000

3. Yearlong ELT, TESOL, CELTA Concepts – Online Course (with Local & International Trainers)

120000

36000

4. Yearlong EdTech Training 

60000

12000

5.IELTS Complete Course

6.(using APP & recorded classes)

30000

8000

7. 20 English, IT & EdTech Recorded Courses (Using App)

60000

15000

8. Printed BOOKS, Materials &

9. e-materials

20000

10000

10. Supporting Sessions Until Employment

50000

9000

11. Exams & Certificates

20000

12000

TOTAL

552000

150000

তাহলে দেখলেন, মাত্র দেড় লক্ষ (1.5 লাখ) টাকা বিনিয়োগ করে (যার মূল্য বা ভ্যালু 5,52,000 টাকা) মাত্র দেড় বছর প্রশিক্ষণ ও চাকরির প্রচেষ্টার মাধ্যমে দেশে অথবা বিদেশে মাসিক 2 থেকে 4 লক্ষ টাকা (বছরে 24 লাখ থেকে 48 লাখ) টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। শুধু এই ডিপ্লমা কোর্সটি করার পর আপনি প্রাইভেটলি ESL Training Service দিয়েও এই দেড় লাখ টাকা উপার্জন করে নিতে পারবেন। ধরুন, মাত্র ৬ মাসে 15 হাজার টাকা করে মাত্র ১০জন শিক্ষার্থীকে পড়িয়ে আপনার পুরো বিনিয়োগ উঠিয়ে নিতে পারবেন। আর আপনার নলেজ তো আপনার সম্পদ হিসেবেই থাকলো। এছাড়া আরো দুটি কোর্স এই ডিপলোমার কোর্স শেষ করে করে নিতে হবে: IELTS + TESOL অথবা, IELTS + CELTA. এখানে আরো 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বিনিয়োগ হতে পারে। মোট 3,50,000 টাকা বিনিয়োগে মাধ্যমে নিজেকে বিশ্বমানের একজন প্রশিক্ষক হিসেবে প্রস্তুত করে নিলে অবশ্যই মাসে ২ থেকে ৪ লাখ টাকা উপার্জন সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, এই দেড় বছরে প্রশিক্ষণ নেয়াকে 90% গুরুত্ব দিতে হবে, বাকি 10% অন্যান্য কাজ বা চাকরির প্রতি গুরুত্ব দেয়া যেতে পারে। TESOL BANGLADESH -এর এই Diploma in TESOL (yearlong program)-টি বিশ্বের যে কোনো ইংলিশ কোর্সের চেয়ে কষ্টসাধ্য ও পরিশ্রম সাপেক্ষ। ইনশাআল্লাহ, এর ফলও হবে আশাতীত।
আপনার এমপ্লয়মেন্টের সুযোগ আমরাই অনেকটা করে দেব। শুধু টেসল বাংলাদেশ প্রতিটি থানায় ১টি করে সেন্টারের জ ন্য মোট 20 জন প্রার্থী হিসেবে পুরো দেশে প্রায় 10 হাজার প্রার্থীকে ইংরেজি ভাষা প্রশিক্ষণ সেন্টার চালু করা, প্রশিক্ষক হিসেবে কাজ করা, কনটেন্ট ডেভেলপমেন্ট করা, প্রোমোশন করা, লেখালেখি ও নেটওয়ার্কিং করার কাজে যুক্ত করতে পারবে, ইনশাআল্লাহ। এছাড়া আরো 50 হাজার জনকে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর কাছে প্রশিক্ষণের মাধ্যমে যুক্ত করতে পারবে। আর বাকি 40 হাজার প্রার্থী বিশ্ব মার্কেটে ছড়িয়ে পড়লে সত্যিই প্রতি বছর (আগামী ৫ বছরের মধ্যে) 7 টু 10 বিলয়িন ডলার উপার্জন করা সম্ভব হবে।

প্রতিটি ব্যাচে ৩০০ জন করে প্রশিক্ষণার্থী থাকবেন। নিচে কোর্সের মেয়াদ ও পরীক্ষা সম্পর্কে আলোকপাত করা হলোঃ

DURATION

Hourly Wage

1st Semester:  4 Months

50 Quizzes, 12 Tests, 100 Video Presentations, 1 Semester Summary Paper, 1 Terminal Exam

2nd Semester: 4 Months

50 Quizzes, 12 Tests, 100 Video Presentations, 1 Semester summary Paper, 1 Terminal Exam

3rd Semester: 4 Months

50 Quizzes, 12 Tests, 100 Video Presentations, 1 Semester summary Paper, 1 Terminal Exam

4th Semester: 4 Months

Internship, Teaching Practicum, Diploma Program Summary Paper, Demo Classes, Ending Ceremony

Diploma in TESOL (Yearlong Program)-এ যেভাবে প্রার্থী বাছাই করে নেয়া হবেঃ

1. DIAGNOSTIC TEST – Written Test
2. INTERVIEW – Oral Test
3. Agreement Paper Signing

Diploma in TESOL (Yearlong Program)-টিতে যুক্ত হবার জন্য আপনার একটি ONE-TO-ONE অনলাইন কাউন্সেলিং সেশনের আয়োজন করা হবে। আপনার কাউন্সেলিং সেশনের সময় বুক করার জন্য এখুনি কল বা এসএমএস করুন:

যে স্বনামধন্য ও এক্সপার্ট Teacher প্রশিক্ষক হিসেবে থাকছেন

Untitled design (15)

Muhammad Yeasir

Founder of TESOL BD

Untitled design (19)

Shamim H. Nahin

Writer, Motivator & Int’l Trainer

WhatsApp_Image_2023-11-04_at_18.15.19-removebg-preview

Mahamudul Hasan

CEO, Tesol Bangladesh

Untitled design (20)

Lamia

ESL TRAINER, TESOL BANGLADESH

usa mis

Juley from USA

ESL TRAINER, TESOL BANGLADESH

Srabonti Bhatt rbg

Srabonti Bhatt

ESL TRAINER, TESOL BANGLADESH

Nirjona-bgr

Nirjona

ESL TRAINER, TESOL BANGLADESH

tarak

Tarek Darwish

ESL TRAINER, TESOL BANGLADESH

যারা ইংলিশ শিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন, ইংলিশ প্রশিক্ষক হবার লক্ষ্য আছে, বিদেশে ক্যারিয়ার গড়তে চান, IELTS-পরীক্ষায় খুব ভালো করতে চান, তারা নিচের WhatsApp নাম্বারে টেক্সট করুন। আপনার ইংলিশের মান যাচাই ও Speaking from ZERO Level প্রোগ্রামের বিস্তারিত নিয়ে আয়োজন করবো 1 to 1 Counselling Session. আপনার সেশন বুক করতে এখনি knock করুনঃ

VIDEO GALLARY

যে স্বনামধন্য ও এক্সপার্ট Teacher প্রশিক্ষক হিসেবে থাকছেন

Untitled design (7)

Md. Mahamudul Hasan

Writer, Motivator & ESL Trainer

Photo Gallery

ভর্তির প্রসেস -

কোর্স/ফ্রি কাউন্সেলিং সেশনে অংশগ্রহন করতে চাইলে, পেমেন্ট ছাড়াই আবেদন করুন

আমাদের প্রতিনিধি শিগ্রই আপনার সাথে যোগাযোগ করবেন ও তখন পেমেন্ট করার মাধ্যমে সীট নিশ্চিত করতে পারবেন।

আপনাদের প্রশ্ন ও আমাদের উত্তর

অবশ্যই, টিসল বাংলাদেশ ফেসবুক পেজে ও জুমের মাধ্যমে প্রায় প্রতিদিনই ফ্রি ক্লাশ করার সুযোগ থাকে। এসকল ক্লাশে অংশগ্রহন করে আপনি কিছু বিষয় শিখতেও পারবেন পাশাপাশি আমাদের পড়ানোর পদ্ধতি সম্পর্কেও ধারনা নিতে পারবেন।

যেহেতু অনলাইন/অফলাইন ও ফুলটাইম প্রতিটি ক্ষেত্রেই আমাদের একাধিক ব্যাচ এর ক্লাশ চলতে থাকে, তাই আপনার পছন্দ মতো ব্যাচ, সময়, ব্র্যাঞ্চ লোকেশন ইত্যাদি চয়েজ করে ক্লাশ করার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে সাপোর্টে যোগাযোগ করুন।

সাধারনত এমনটি করা যায় না, তবে লজিক্যাল কারন থাকলে আবেদন করতে পারেন। কাংখিত ব্যাচের সীট ফাঁকা থাকলে সুযোগ দেওয়া হতে পারে।

OUR CAMPUSES:

Head Office:

Kobi Bhabon, House 43, Bashundhora Lane, Next to Priyangon Shopping Center, Science Laboratory, New Market Dhaka 1205

Malibagh Office:

1 Chamelibagh (5th floor), Next the CID Police Office, Malibagh Bus Stand, Dhaka 1217

Residential Office:

TESOL BANGLADESH RESIDENTIAL CAMPUS
House 53, Road No. 02 (Limited), Mohammadia Housing (opposite to RAB-02), Shia Masjid, Mohammadpur Dhaka 1207

Uttara Office:

TESOL Bangladesh Uttara Branch
House#42, Road#11, Sector#06 (Close to Rajuk Uttara Model College)

tbd-logo

Copyright © 2022-2023 TESOLBD.COM | All Rights Reserved.